মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

হাই কোর্টের নির্দেশে স্বপদে বহাল বিশ্বনাথ পৌরসভার মেয়র

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হাই কোর্টের নির্দেশে স্বপদে বহাল হলেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। গত ২৭ জুন এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল হাই কোর্টে মেয়র মুহিবুর রহমান তার বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করেন। শুনানি শেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহালের আদেশ দেন উচ্চ আদালত।

মুহিবুর রহমানের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক মেয়র মুহিবুর রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, নানা অনিয়মের অভিযোগে গত ২৭ জুন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

সর্বশেষ খবর