মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দাখিল করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়। পরে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব আইনে উল্লিখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি। আজ মঙ্গলবার এই রিটের শুনানি হতে পারে। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে বর্তমানে আলোচনায় আছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও মাহমুদ ফয়সাল। অবৈধ সম্পদ গড়ার প্রতিযোগিতায় প্রায়ই খবরের শিরোনাম হন সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। এমন পরিস্থিতিতে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

সর্বশেষ খবর