মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ভার্জিনিয়ায় সমাবর্তন বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের

২১৩ জনকে সনদপত্র প্রদান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ‘ডব্লিউইউএসটি’ (ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি)’-এর সমাবর্তন-২০২৪ অনুষ্ঠানে ২১৩ জন শিক্ষার্থীকে ডিগ্রির সনদপত্র দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২৯ জুন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেক্সান্দ্রিয়া সিটির একটি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবর্তন উৎসবে ইউএস কংগ্রেসম্যান এবং স্টেট সিনেটরসহ বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত বিশিষ্টজনেরা তাদের ভাষণে বলেছেন, লক্ষ্যে সাফল্য অর্জনের জন্য চাই লক্ষ্যের প্রতি অবিচল আস্থা। অবিচল আস্থা রেখে কঠোর অধ্যবসায়ে আমেরিকান স্বপ্ন পূরণ করা সম্ভব এবং তেমন একটি সিঁড়ি অতিক্রমে সক্ষম হলেন বিশেষ কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন শিক্ষার্থীরা। বাংলাদেশ, আমেরিকা, কানাডা, চীন, ভারত, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের এসব শিক্ষার্থীর অভিভাবকেরাও ছিলেন এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে কি-নোট স্পিকার ছিলেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে পররাষ্ট্র এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য কংগ্রেসম্যান গেরি কোনোলি। অন্যতম বক্তা ছিলেন ভার্জিনিয়া হাউস অব ডেলিগেটসের সদস্য ক্যারেন কিজ-গামারা, জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান, ভার্জিনিয়ার স্টেট সিনেটর সাদ্দাম আজলান সেলিম, চীনের এইচডিডি গ্রুপের পরিচালক ড. হুসেইন ভূঁইয়া, ফিনটেক ইকো সিস্টেম ডেভেলপমেন্টের কর্ণধার ড. সাইফুল খন্দকার, ডব্লিউইউএসটির বোর্ড সদস্য সিদ্দিক শেখ, ডব্লিউইউএসটি স্কুল অব প্রফেশনালসের পরিচালক ও বোর্ড সদস্য মোহাম্মদ মাহদী-উজ-জামান ও অ্যাকসেনচুয়েটের সিইও এবং বোর্ড সদস্য নাসিরুল হক ও বিশ্ববিদ্যালয়ের সিএফও ফারহানা হক।

শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু বকর হানিপ। আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক।

সর্বশেষ খবর