শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সরকার দেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলছে : তানিয়া রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেছেন, গণবিচ্ছিন্ন, নৈতিকভাবে বিপর্যস্ত সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে একের পর এক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করে যাচ্ছে। ভারতের সঙ্গে অসম সমঝোতা করে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলছে। ক্ষমতা তৃষ্ণায় রাষ্ট্রকে অনিরাপদ করে সরকার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে গিয়ে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। গতকাল ‘বাংলাদেশের স্বার্থবিরোধী ও নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিবাদে’ রাজধানীর পুরানা পল্টন মোড়ে ঢাকা মহানগর জেএসডি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুল আহসান অপুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট কে এম জাবির, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ। তানিয়া রব আরও বলেন, সরকার বাস্তবতাবিবর্জিত একতরফা বর্ডারবিহীন রাষ্ট্রের কথা বলে মূলত জাতিরাষ্ট্রের সীমানা অস্বীকার করে অন্য দেশের দখলদারিত্বকে উসকে দিচ্ছে। যা আঞ্চলিক ভূ-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক। তিনি মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারকে অবিলম্বে সব ধরনের অনাবশ্যক ও অসম সমঝোতা স্মারক এবং চুক্তি বাতিল করে পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর