বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ধর্ষণ মামলার দুই আসামিকে পুলিশে দিলেন হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণ মামলার দুই আসামিকে জামিন না দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাই কোর্ট। দুই আসামি হলেন- নরসিংদীর মাধবদীর দীঘিরপাড় গ্রামের মো. কামালের ছেলে মেহেদী (২০) ও একই গ্রামের আ. গাফফারের ছেলে সুজন (২১)। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আগাম জামিনের আবেদন খারিজ করে এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রওশন আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পরে আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, দুই আসামি বয়সে কিশোর। কিন্তু ভুক্তভোগীর জবানবন্দি বিবেচনায় নিয়ে আদালত আসামিদের জামিন না দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামিরা ভুক্তভোগীর প্রতিবেশী। গত বছর ৭ আগস্ট বেলা ১১টার দিকে ছোট বোনকে খুঁজতে প্রতিবেশী সুজনদের বাড়ি যায় ভুক্তভোগী। তখন সুজন ভুক্তভোগীকে বলে তার ছোট বোন ঘরে আছে। ছোট বোনকে আনতে ভুক্তভোগী সুজনদের ঘরে ঢুকতেই আগে থেকে ওই ঘরে থাকা মেহেদী ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে সুজনও ঘরে ঢুকে পালাক্রমে ধর্ষণ করে। আসামিরা মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেহেদী ও সুজন এরপর আরও পাঁচ-ছয়বার ধর্ষণ করে। চলতি বছর ১৫ মার্চ ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে ভুক্তভোগী ওই নারী অন্তঃসত্ত্বা। পরে গত ৫ এপ্রিল মেহেদী ও সুজনসহ ছয়জনকে আসামি করে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগীর বাবা।

এ মামলায় আগাম জামিন নিতে হাই কোর্টে এসেছিল মেহেদী ও সুজন।

সর্বশেষ খবর