বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থীদের দাবি মেনে নিন

বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবি যৌক্তিক। তাদের দাবি মেনে নিন। গতকাল এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে কোটাবিরোধী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশ সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা বলেন, সংস্কার করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় ছাত্র সংগঠনের লোক ও পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে কলঙ্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

শিক্ষার্থীদের নির্মমভাবে আহত করা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কোনেভাবেই মেনে নিতে পারি না। ছাত্রদের দাবি যৌক্তিক। কারণ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিলে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি ও স্বজনপ্রীতি হয় না। এতে রাষ্ট্র উন্নতি হয়। দেশের মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে চায়। এতে যারা বাধ সাধবে তাদের পরিণতি ভয়াবহ হবে।

 

সর্বশেষ খবর