সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মুক্তিযোদ্ধারা অনগ্রসর গোষ্ঠী নয় : তানিয়া আমীর

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বলেছেন, মুক্তিযোদ্ধারা কোনোক্রমেই অনগ্রসর গোষ্ঠী নয়। তারা আমাদের অগ্রগামী সৈনিক। আমাদের গর্ব। গতকাল কোটা নিয়ে হাই কোর্টের রায়ের পর নিজের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কয়েকজন শিক্ষার্থীর পক্ষে আদালতে বক্তব্য রাখেন। রায়ের পর তানিয়া আমীর বলেন, আমার প্রথম সাবমিশন ছিল আমরা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা বলছি। কিন্তু ইস্যুটা এটা নয়। বর্তমান যেটা ইস্যু তা হলো মুক্তিযোদ্ধাদের বংশপরম্পর কোটা কতদিন পাবে। তিনি বলেন, আমি কোর্টে বলেছি, আমাদের সংবিধানে অনগ্রসর গোষ্ঠীর কথা বলা হয়। কিন্তু মুক্তিযোদ্ধারা কোনোক্রমেই অনগ্রসর গোষ্ঠী নয়। তারা অগ্রগামী সৈনিক, আমাদের গর্ব। যারা সংবিধানপ্রণেতা তারা বিষয়টি জানতেন, এ কারণে মুক্তিযোদ্ধাদের কথা সংবিধানে নেই। তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার স্মারকগুলোর আলোকেই আমাদের এটা বুঝতে হবে। অনগ্রসর গোষ্ঠীর জন্য তাদেরকে টেনে তুলে আনা হয় যাতে সাম্য প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এটা অনন্তকালের জন্য না। তিনি বলেন, সরকারের পরিপত্র চ্যালেঞ্জ করে হাই কোর্টে যারা এসেছিলেন, তারা মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম। তারা এসেছেন প্রতিনিধি হিসেবে। কোনো রিট পিটিশন বা মামলা প্রতিনিধিত্বের ভিত্তিতে চলে না। আমাদের দেশে রিট হয় জনস্বার্থে।

সর্বশেষ খবর