বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ড. ইউনূস প্রমাণ করলেন তিনি দুর্নীতিপরায়ণ ও অত্যন্ত নিচুমানের ব্যক্তি

-মেজর অব. আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাবেক নেতা মেজর অব. আখতারুজ্জামান বলেছেন, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে স্বার্থান্বেষী, দুর্নীতিপরায়ণ ও অত্যন্ত নিচুমানের ব্যক্তি তা তিনি নিজেই আবার প্রমাণ করলেন তার হীন আহ্বানের মাধ্যমে। গতকাল এক বিবৃতিতে সাবেক এ সংসদ সদস্য একথা বলেন। আখতারুজ্জামান বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য বিশ্বনেতাদের তৎপর হতে বিবৃতি দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূস। বিবৃতিতে জাতিসংঘ ও বিশ্বনেতাদের তাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার আহ্বান জানিয়েছেন। দেশের একজন নাগরিক ও ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে তার এহেন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ড. ইউনূস যে স্বার্থান্বেষী, দুর্নীতি পরায়ণ ও অত্যন্ত নিচুমানের ব্যক্তি তা তিনি নিজেই আবার প্রমাণ করলেন তার হীন আহ্বানের মাধ্যমে।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ ও বিশ্বনেতাদের হস্তক্ষেপ করার আহ্বান জানানোর মধ্যদিয়ে তিনি দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা বাড়ানোরও সুযোগ করে দিলেন। ড. ইউনূস নিজের স্বার্থে ও কৃত অন্যায়ের বিচার থেকে মুক্তি পেতে তিনি তার প্রভাব বলয়কে নির্লজ্জভাবে ব্যবহার করার ন্যক্কারজনক অপচেষ্টা চালালেন। ড. ইউনূস প্রমাণ করলেন তিনি জনগণের সামনে সম্মানীয় ব্যক্তি নন, বরং তার এই ন্যক্কারজনক বক্তব্যের মাধ্যমে অতি ঘৃণিত এক ব্যক্তি। আশা করি তা অনুধাবন করার মতো বিবেক ও ধীশক্তি ড. ইউনূস হারিয়ে ফেলেননি।

সর্বশেষ খবর