বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মানুষ হত্যা, সম্পদ নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

---- ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবীর বলেছেন, কোটা ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে অনেক মানুষ নিহত হয়েছে। অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। মানুষ হত্যা করা, দেশের সম্পদ নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একে অপরকে দোষারোপ করে এর সমাধান হবে না। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনের সব সমস্যার সমাধান হবে। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সৈয়দ হুমায়ুন কবীর সাংবাদিক ও পুলিশসহ আহত ও নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে দেশবাসীর প্রতি বলেন, আপনারা সংঘাত ও সংঘর্ষ পরিত্যাগ করুন। তিনি বলেন, কেউ কেউ মানবতা মনুষ্যত্ব হারিয়ে হিংস্র হয়ে উঠেছে। তিনি সবাইকে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের শান্তিপূর্ণ আন্দোলনে শামিল হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান।

সর্বশেষ খবর