বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পরিপূর্ণ ইন্টারনেট সেবা চালু করুন

---- জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে পরিপূর্ণ ইন্টারনেট সেবা চালুর দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়ে বলেন, ইন্টারনেট সেবা বন্ধ করে দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে সরকার। মত প্রকাশের স্বাধীনতা হরণ ও অবাধ তথ্য বিনিময়ে বাধা সৃষ্টি মানুষের স্বাভাবিক অধিকারের পরিপন্থি। বর্তমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা যত বেশি বন্ধ থাকবে আগামীতে মানুষের জীবন ও জীবিকা ততটাই কঠিন হয়ে দাঁড়াবে। বিরোধীদলীয় নেতা বিবৃতিতে বলেন, বিটিআরসির পক্ষ থেকে ১৭ জুলাই দুপুরে বলা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা করতেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরের দিন সন্ধ্যায় মহাখালী সার্ভার স্টেশনে একটি অগ্নিকাে র ঘটনা ঘটে। এরপর সরকারের বিভিন্ন দপ্তর থেকে বক্তব্য পরিবর্তন করে বলা হয়, অগ্নিকাে র জন্যই ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তারপর থেকে গতকাল পর্যন্ত দেশের ইন্টারনেট সেবা বন্ধ। সাধারণ মানুষের ধারণা যে, কোনো অজুহাত সৃষ্টির মাধ্যমে সরকার ইন্টারনেট বন্ধ করে রেখেছে।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে ছাত্রলীগসহ সরকারি দলের অন্য অঙ্গ-সংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকা  এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের তথ্যগুলো প্রকাশিত প্রচারিত হওয়ার আশঙ্কা আছে। হয়তো এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখতে চাচ্ছে।

সর্বশেষ খবর