বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

তিন দিন বন্ধ থাকার পর প্রথম দিনের লেনদেনে বড় দরপতন হয়েছে শেয়ারাজারে। শেয়ারবাজারে লেনদেন শুরু হলেও মোবাইল অ্যাপ ব্যবহার করে কোনো বিনিয়োগকারী লেনদেন করতে পারেননি। এতে এক দিনে ৯৫ পয়েন্ট সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গতকাল ডিএসইতে দেড় বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। দর কমেছে সাড়ে তিন শর বেশি প্রতিষ্ঠানের শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে।

শেয়ারবাজারে লেনদেন হয়েছে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে মাত্র ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে দাম কমেছে ৩৫৫ প্রতিষ্ঠানের। আর ১৫ টির দাম অপরিবর্তিত থাকে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের বড় পতনের পাশাপাশি দেখা দেয় লেনদেন খরা। ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৭১ কোটি ৫২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২১২ কোটি ১৫ লাখ টাকা। এর মাধ্যমে ২০২৩ সালের ২ জানুয়ারির পর অর্থাৎ প্রায় দেড় বছরের মধ্যে ডিএসইতে সবচেয়ে কম লেনদেন হলো। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লিব্রা ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২০৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৪২ প্রতিষ্ঠানের মধ্যে ৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৬টির এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেন হয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা।

সর্বশেষ খবর