বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বাসার ছাদে উঠে গুলিবিদ্ধ ছয় বছরের রিয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় পরিবারের সবার সঙ্গে বাসার ছাদে গিয়েছিল ছয় বছরের ছোট্ট মেয়ে রিয়া গোপ। হঠাৎ গুলি এসে লাগে প্রথম শ্রেণির এ শিক্ষার্থীর শরীরে।

দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায় সে। ঢামেক সূত্র জানায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহত তিনজন গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। তারা হলেন- নারায়ণগঞ্জের রিয়া গোপ (৬), শাহজাহান ওরফে হৃদয় (২১) ও মাজেদুর রহমান ওমর (২২)। শিশু রিয়ার মাথায় গুলি লেগেছিল। তাদের মধ্যে হৃদয় একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। গত শুক্রবার মহাখালী এলাকায় সংঘর্ষের সময় আহত হন তিনি। ওমর গত রবিববার গুলিবিদ্ধ হন যাত্রাবাড়ী এলাকায়। তিনি একটি আইটি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে তার ভাই সিরাজুল জানিয়েছেন।

সর্বশেষ খবর