বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জরুরি পরিস্থিতিতে সেবা নিশ্চিত করেছে নগদ

দেশের জরুরি পরিস্থিতিতে প্রায় সব ধরনের আর্থিক সেবা যখন বিঘিœত, তখন মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ তার গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করেছে। ইন্টারনেট না থাকায় অ্যাপ কাজ করেনি। কিন্তু *১৬৭# ডায়াল করে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট-ইনসহ অন্য সব লেনদেনের সেবা নিয়েছে কয়েক কোটি গ্রাহক। অন্যদিকে ইন্টারনেট সংযোগ চালু হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপের লেনদেন শুরু হয়েছে। সেখানেও স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে শুরু করেছে গ্রাহক। প্রতিকূল সময়েও যেন গ্রাহকের সেবায় বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করা হয় বলে জানান, নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর