শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

স্বাস্থ্য অধিদপ্তরের ২৩ গাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের ২৩টি গাড়ি। এ ছাড়া আরও ২৮টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় শত কোটি টাকা। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম এসব তথ্য জানান। তিনি বলেন, দুর্বৃত্তরা স্বাস্থ্য অধিদপ্তরের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। এ সময় অধিদপ্তরের পুরনো ভবনের সামনে পার্কিংয়ে রাখা ২৩টি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ভবনের প্রধান ফটক ও ভবনের গ্লাসসহ ভাঙচুর করা হয় বিভিন্ন অফিসের ২৮টি গাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষও। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবন ছাড়াও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) ভবন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ভবন, ঔষধ প্রশাসন অধিদপ্তর, জনস্বাস্থ্য অধিদপ্তর (আইপিএইচ), জাতীয় পুষ্টি কর্মসূচির কার্যালয়েও ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিরাপত্তা কর্মীরা জানান, গত শুক্রবার জুমার নামাজের পর অধিদপ্তরের গেট ভেঙে প্রবেশ করে একাধারে গাড়ি ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। একপর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত গান পাউডার ব্যবহার করে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। ৪-৫ মিনিটের মধ্যে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। এতে ২৩টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ খবর