শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চলতি বছর মূল্যস্ফীতি আরও বাড়বে : এডিবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি জানায়, চলতি বছরের জুনে বাংলাদেশের মূল্যস্ফীতি ৯ দশমিক ৫ শতাংশের ওপরে ছিল। ২০২২-২৩ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ২ শতাংশ। গতকাল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে এডিবি এসব তথ্য জানায়। এর আগে গত এপ্রিলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশের পূর্বাভাস দিয়েছিল এডিবি। ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটির এ পূর্বাভাস সরকারের ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার তুলনায় কম। সংস্থাটি জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশে মাসিক মূল্যস্ফীতির হার দুই অংকের কাছাকাছি ছিল। দেশে খাদ্যপণ্যের বেশি দামের কারণে তা অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ খবর