বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সরকারি ফরমানে নিষিদ্ধ ঘোষণা করলেই নিষিদ্ধ হয়ে যায় না : জামায়াত

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম বলেছেন, সরকার তাদের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে। কোনো দলকে সরকারি ফরমানে নিষিদ্ধ ঘোষণা করলেই নিষিদ্ধ হয়ে যায় না। গতকাল এক বিবৃতিতে তিনি একথা বলেন।

কারফিউ প্রত্যাহার, সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে গ্রেপ্তারকৃত সব রাজনৈতিক নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান এ টি এম মা’ছুম। তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণভাবে মোকাবিলা করবে। কোটি কোটি মানুষের সম্পৃক্ততা যে দলের সঙ্গে সে দল কোনো সরকারি ফরমানে নিষিদ্ধ হয়ে যেতে পারে না। জনগণ জামায়াতের সঙ্গে সবসময়ই ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 জামায়াত তার সব কর্মসূচি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর