রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সরকারের উদাসীনতায় আন্দোলন জটিল হয়েছে : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, সরকারের উদাসীনতার কারণেই শিক্ষার্থীদের ন্যায়সংগত ও শান্তিপূর্ণ আন্দোলন জটিল আকার ধারণ করেছে। ন্যায়সংগত আন্দোলন জনগণের সাংবিধানিক অধিকার। ন্যায্য অধিকার আদায়ের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মাওলানা মঞ্জুরুল বলেন, আন্দোলনের শুরু থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উসকানিমূলক বক্তব্য, শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সশস্ত্র হামলা এবং শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে তাদের দমনের চেষ্টা করার কারণেই দেশ আজ অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

 তিনি কোটা আন্দোলনকে ঘিরে দেশব্যাপী শিক্ষার্থীদের আটকের নিন্দা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা তাফাজ্জাল হক আজিজ, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা বশিরুল ইসলাম, মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, মুফতি মাওলানা জাবের কাসেমী প্রমুখ।

সর্বশেষ খবর