শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তারা। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় রাজস্ব ভবনে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী গিয়ে কর্মকর্তাদের শান্ত করে। তার আগে বিক্ষুব্ধ কর্মকর্তারা ভীতিপ্রদর্শন, নিয়োগে অনিয়ম, বদলি-পদায়ন ও পদোন্নতি বাণিজ্য, অবসরকালীন সুবিধা থেকে বঞ্চিত করা, পাচার ও লুণ্ঠনে সহায়তাসহ নানা অনিয়মে জড়িত এনবিআর চেয়ারম্যান ও তার দোসরদের পদত্যাগ দাবি করেন। প্রধান কার্যালয় ছাড়াও এতে অংশ নেন সারা দেশের দশম থেকে ২০তম গ্রেডের বঞ্চিত কর্মচারীরা। এ ছাড়া এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৯ দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো- প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে এনবিআরে পদায়ন না করা, আয়কর অথবা কাস্টমস ক্যাডার থেকে চেয়ারম্যান নিয়োগ, দুই বছর পর বদলিবাণিজ্য বন্ধ করা, অবৈধ নিয়োগ ও আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল, পদায়নে জ্যেষ্ঠতা বিধিমালা ও আইন অনুসরণ, শূন্য পদে পদোন্নতি ও কোনো পদ খালি না রাখা, অ্যাসোসিয়েশনের সঙ্গে পরামর্শ করে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের সিদ্ধান্ত নিতে হবে ও আয়কর অনুবিভাগের সিদ্ধান্ত শুধু আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

 খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এনবিআরে উপস্থিত হয়ে কর্মচারীদের উদ্দেশে বলেন, আপনাদের সব দাবি লিখিতভাবে আমাদের কাছে দেন। আমরা তা যথাস্থানে পৌঁছে দেব। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর