শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অবিলম্বে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনুন

--- গণসংহতি আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে অবিলম্বে দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনে হামলা লুটপাট সহিংসতা প্রতিরোধ করতে হবে দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। একইসঙ্গে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ তালিকা সংরক্ষণ করাসহ তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী  জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। এ ছাড়া তারা তল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবনাবসানে  শোক প্রকাশ করেন। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিবৃতে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এবং আন্দোলনকারীদের আকাক্সক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। অবিলম্বে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হামলা লুটপাট সহিংসতা প্রতিরোধ করতে হবে। জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ তালিকা সংরক্ষণ ও তাঁদের পরিবারের পাশে আর্থিক ও মানবিকভাবে সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়াতে হবে। এতে আরো বলা হয়, গণসংহতি আন্দোলনসহ ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ  রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আসছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তা গণদাবিতে পরিণত হয়েছে। ফলে এই সরকারকে সেই দাবি বাস্তবায়নের গণতান্ত্রিক রূপরেখা প্রণয়ন করতে হবে। সমাজের সর্বস্তরে ন্যায় বিচার এবং গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট পথরেখা তৈরি করে তা বাস্তবায়নের জন্য দেশের অংশীজনদের চিন্তা, প্রস্তাবনা ও যুক্ততা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর