শিরোনাম
সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আজ থেকে সীমিত পরিসরে চলবে হাই কোর্ট

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ যে কোনো সময়

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারকাজ আজ সোমবার থেকে সীমিত পরিসরে পরিচালনার জন্য আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিস প্রকাশ করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আজই প্রথম হাই কোর্ট বেঞ্চ বসতে যাচ্ছে। এর আগে একাধিকবার বিচারকাজ শুরুর নোটিস দিয়েও তা প্রত্যাহার করে নেওয়া হয়। অন্যদিকে বিচারক স্বল্পতার কারণে আপিল বিভাগের বেঞ্চ আজও বসছে না বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে। তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতিসহ এই মুহূর্তে আপিল বিভাগের বিচারক মাত্র দুজন। এই সংকট কাটাতে যে কোনো মুহূর্তে আপিল বিভাগে পাঁচ থেকে ছয়জন বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে। বেঞ্চ গঠনের বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ১২ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাই কোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য নি¤েœ উল্লিখিত বেঞ্চসমূহ গঠন করা হইল।’ এই বেঞ্চগুলোর মধ্যে পাঁচটি দ্বৈত বেঞ্চ এবং তিনটি একক বেঞ্চ। বেঞ্চগুলো হলো- বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান (রিট), বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ (দেওয়ানি), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (কোম্পানি বেঞ্চ), বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান (রিট), বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা (দেওয়ানি ও ফৌজদারি), বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান (ফৌজদারি), বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা (ফৌজদারি) এবং বিচারপতি বিশি^জিৎ দেবনাথ (দেওয়ানি)।

সর্বশেষ খবর