শিরোনাম
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পুলিশের লুণ্ঠিত ৭৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে পুলিশের থানা ও ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এসব অস্ত্র ও গুলি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করতে শুরু করেছে পুলিশ। গতকাল পর্যন্ত বিভিন্ন ধরনের ৭৭টি আগ্নেয়াস্ত্র ও ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ৫ আগস্ট সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৭৭টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি ও পুলিশ বাহিনী ১৭টি অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এস?এমজি, চায়না রাইফেল, পিস্তল, শটগান ও গ্যাসগান।

এখন পর্যন্ত উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লুট হওয়া অস্ত্রের হিসাব এখনো চূড়ান্ত হয়নি। কাজ চলমান।

 

সর্বশেষ খবর