রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বরিশালে দুজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে চাঁদার দাবিতে পিটিয়ে এবং উজিরপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবককে হত্যা করা হয়েছে। বরিশালের গৌরনদীতে লাখ টাকা চাঁদার দাবিতে ঢাকার প্লাস্টিক কারখানার এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। শুক্রবার দিনগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা গেছেন বলে গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। নিহত রাশেদ সিকদার (২৪) গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালি গ্রামের কামাল সিকদারের ছেলে।

রাশেদের বাবা কালাম সিকদার বলেন, তার বড় ছেলে রাসেল সিকদারের ঢাকার ইসলামপুরে একটি প্লাস্টিক কারখানা রয়েছে। ছোট ছেলে রাশেদ সেই কারখানায় কাজ করে। একই এলাকার বাসিন্দা বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমিনসহ কয়েকজন বিভিন্ন সময় রাশেদের কাছে টাকা দাবি করত। শুক্রবার সকালে রাশেদ বাড়িতে আসে। সন্ধ্যায় তার আড়াই বছরের ছেলের জন্য মিষ্টি কিনতে সে বার্থী বাজারে যায়। তখন আল আমিন সরকারসহ ৫-৬ জন এসে রাশেদের কাছে ১ লাখ টাকা চাঁদা এনেছে কিনা জানতে চায়। রাশেদ টাকা দিতে অস্বীকার করায় তার ওপর চড়াও হয়। তারা এলোপাতারি রাশেদকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশেদ।

অন্যদিকে, বরিশালের উজিরপুরে চুরি করতে গিয়ে ধরা পড়া এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন। শুক্রবার দিনগত গভীর রাতে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ওসি জানিয়েছেন। নিহত যুবক সুমন হালদার (৩০) বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে। আহত একই এলাকার বাসিন্দা মহানন্দ বাড়ৈর ছেলে ভক্ত বাড়ৈ (৩০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বেবী রানী দাস জানান, শুনেছি চুরি করতে গিয়ে দুজন পাহারাদারের হাতে ধরা পড়েছে। এর মধ্যে গণপিটুনিতে সুমন নামে একজন নিহত হয়েছেন। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। চেয়ারম্যান বেবী জানান, নিহত সুমন একজন ছিচকে চোর। তার বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ রয়েছে।  উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানান, সুমন হালদার ও ভক্তসহ দু-তিনজন মিলে রাত আড়াইটার দিকে সুলতান মহুরির অটোরিকশার গ্যারেজে চুরি করতে যায়। তারা গ্যারেজের বেড়া ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে। টের পেয়ে এলাকায় পাহারাদাররা ডাক-চিৎকার দেন। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এসে দুজনকে আটক করে গণপিটুনি দেন। এতে সুমন মারা যান। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর