রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক স্থাপিত ‘বিজয় তোরণ’ নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামানুসারে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ রাখা হয়েছে। গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকের নাম ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ ঘোষণা দেয়। খুবি শিক্ষার্থী আইমান আহাদ বলেন, ‘মুগ্ধ ভাই শহীদ হয়েও আমাদের মাঝে বেঁচে থাকবে।’ সারা দেশের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। গত ১৮ জুলাই সন্ধ্যায় ঢাকায় কোটাসংস্কার আন্দোলনকারীদের মাঝে খাবার পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেও ‘ভাই পানি লাগবে কারও, পানি’ কথাটি বারবার বলছিলেন মুগ্ধ। এভাবে মুগ্ধের শহীদ হওয়া বাংলাদেশের মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিন থেকে ২০২৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ প্রফেশনাল এমবিএ করছিলেন। তোরণের নাম ঘোষণাকালে উপস্থিত ছিলেন খুবি শিক্ষক ড. মো. হায়দার আলী বিশ্বাস, ড. মো. নূরুন্নবী, শেখ মাহমুদুল হাসান, ড. মো. নুর আলম, শরীফ মোহাম্মদ খান, সহযোগী অধ্যাপক আবুল ফজল ও ইমতিয়াজ মাশরুর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর