রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ছাত্র আন্দোলন প্রতিহতের চেষ্টা করা মিরপুর কলেজ উপাধ্যক্ষের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলন প্রতিহতের অপচেষ্টা ও শিক্ষকদের নিয়ে আন্দোলন প্রতিহতে সমাবেশ করার অভিযোগে মিরপুর কলেজের উপাধ্যক্ষ এইচ এম মাহবুবুর রহমানের পদত্যাগ দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। গত কয়েকদিন তারা এই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ৮ আগস্ট থেকে উপাধ্যক্ষের অব্যাহতির এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই উপাধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রহত্যা ও নির্যাতনের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় গত ১৫ আগস্ট সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ছাত্রদের এই আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বৈঠকে উপস্থিত থাকতে কলেজের পক্ষ থেকে নোটিশ জারি করেন এই উপাধ্যক্ষ। মিরপুর কলেজের ইংরেজি বিভাগের ছাত্র মাহমুদুল হাসান জুয়েল বলেন, ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ ও বিরোধিতাকারী, ছাত্র হত্যাকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগী উপাধ্যক্ষ মাহবুবুর রহমান কলেজ থেকে অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েক শিক্ষক বলেন, কলেজ বন্ধ থাকা সত্ত্বেও গত ২৭ জুলাই কলেজের শিক্ষকদের নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন প্রতিহত করতে সমাবেশ করেন এইচ এম মাহবুবুর রহমান। ২৯ জুলাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহস্রাধিক লোকজন এনে কলেজ প্রাঙ্গণে জমায়েত করেন এই উপাধ্যক্ষ। নানা অভিযোগ সম্পর্কে জানতে একাধিকবার উপাধ্যক্ষ এইচ এম মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর