রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিএসইসির দায়িত্ব নিচ্ছেন না মাসরুর রিয়াজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন না মাসরুর রিয়াজ। অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয় তাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। নিজের সিদ্ধান্ত জানিয়ে গতকাল অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মাসরুর রিয়াজ। নিজের সিদ্ধান্তের বিষয়ে এক বিবৃতিতে মাসরুর রিয়াজ বলেন, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগের জন্য আমি আন্তরিকভাবে সরকারের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকার কর্তৃক রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দারুণ সুযোগ। তবে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে, আমি মনে করি, আমার বর্তমান অবস্থান থেকে একজন অর্থনীতিবিদ হিসেবে দেশের এবং অর্থনীতির জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর