মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পিলখানা হত্যাকান্ড তদন্ত করতে স্বাধীন কমিশন চায় খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

২০০৯ সালে বিডিআর বিদ্রোহে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকান্ডের ঘটনা পুনঃতদন্তের দাবি করেছে খেলাফত মজলিস।

গতকাল দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানিয়ে বলেন, ন্যায়বিচারের স্বার্থে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। তারা বলেন, অবিলম্বে এই কমিশন গঠন করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে। নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের ইতিহাসে এক দিনে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তার নিহতের ঘটনা আর কখনো ঘটেনি।

 স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ক্ষমতার শুরুতেই এই ঘটনা সংঘটিত হয়। যার কারণে প্রকৃত দোষীদের আড়াল করে এতদিন যে তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা সঠিক ছিল না। এই ঘটনার সঠিক বিচার চাইতে গিয়ে অনেক দেশপ্রেমিক ও সাহসী সেনা কর্মকর্তা চাকরি হারিয়েছেন। অনেক কর্মকর্তা জেল ও নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতিতদের পক্ষ থেকে এই ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কাছাকাছি আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ এসেছে।

 

সর্বশেষ খবর