শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আনসার সদস্যদের বিমানবন্দর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

চাকরি জাতীয়করণের ‘এক দফা’ দাবিতে রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করে অস্থায়ী আনসার সদস্যরা। গতকাল বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সেখানে প্রায় ৫০০ আনসার সদস্য মিছিল করে। এতে ব্যস্ততম এ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রী ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, গতকাল বেলা ৩টার দিকে বিমানবন্দর গোলচত্বরে ৪০০/৫০০ আনসার সদস্য জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে খিলক্ষেত যান। সেখান থেকে মিছিল নিয়ে আবার বিমানবন্দর গোলচত্বরে আসেন। এরপর রাত সাড়ে ৭টার দিকে তারা আন্দোলন শেষ করেন এবং বিমানবন্দর গোলচত্বর ত্যাগ করেন। প্রসঙ্গত সারা দেশে ৫৩ হাজার আনসার সদস্য রয়েছেন। তারা ব্যাটালিয়ন আনসারের মতো চাকরির জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন।

 

 

সর্বশেষ খবর