পুলিশের অভিযানে বাসা থেকে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৭ আগস্ট রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। তার আগের দিন এ সচিবের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় পুলিশের অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল।
বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার ডলার, ১ হাজার ৩২০ মালেশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরি ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার দক্ষিণ কোরিয়ান ইয়ান ও ১৯৯ চায়নিজ ইয়ান পাওয়া যায়। জানা যায়, শাহ কামাল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।