সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নজরুল নাফিজ নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক

স্ত্রী, পুত্র কন্যাসহ নজরুল ইসলাম মজুমদার, চৌধুরী নাফিজ সরাফাত ও নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। নজরুল ইসলাম মজুমদার বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান। বিএফআইইউর চিঠিতে বলা হয়, মো. নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও জব্দ করা হয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া জব্দ করা হিসাব-সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী আগামী ৫ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। তাদের হিসাব ৩০ দিন জব্দ থাকবে। প্রয়োজনে তা বাড়তে পারে। চৌধুরী নাফিজ সরাফাত ও নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য জব্দ থাকবে। এ ছাড়া তাঁদের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ থাকবে। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেইসের মালিকানায় যুক্ত চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান। তিনি মোবাইল টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, তারকা হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যমসহ নানা ব্যবসার সঙ্গে যুক্ত।

 নাঈমুল ইসলাম খান দেশের জ্যেষ্ঠ সাংবাদিক। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিবের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি গত ৬ জুন ওই পদে নিয়োগ পান।

 

 

সর্বশেষ খবর