বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত একটি দোয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে দলের কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তদের মধ্যে ১৩ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার বিকাল ৬টার দিকে ভাটখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে। প্রায়াত জামায়াত নেতা মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী ও বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় ইউনিয়ন জামায়াত আয়োজিত দোয়া অনুষ্ঠানে হামলা করে দুর্বৃত্তরা।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আবদুল আলীম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতের আমির মো. নাজির আহমেদ। তারা হচ্ছেন শাহজালাল শেখ, কাজী মহিবুল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম খান, সবুজ কাজী, মাওলানা তাজুল ইসলাম কবির, মাহাবুব সরদার ও তারেক শেখ। এ ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসাইন গতকাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, দোয়া অনুষ্ঠানের শেষের দিকে স্থানীয় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে। এতে কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন রক্তাক্ত জখম।