বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আরাফাতের গ্রেপ্তার নিয়ে গুঞ্জন পুলিশ বলেছে হয়নি

নিজস্ব প্রতিবেদক

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার হয়েছেন- দিনভর এমন খবর গুঞ্জরিত হয়েছে। বিভিন্ন মাধ্যমে গতকাল বিকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে তার গ্রেপ্তারের সংবাদে মিষ্টিও বিতরণ করা হয়। সাংবাদিকরা তার গ্রেপ্তারের সংবাদ সংগ্রহে ছুটে যান গুলশান থানায়। সেখান থেকে বলা হয়, গুলশান থানায় নয়, অন্য কোথাও গ্রেপ্তার হয়েছেন আরাফাত। এরপর সাংবাদিকরা নানাভাবে খোঁজখবর করতে থাকেন। গোয়েন্দা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন থানায় ছুটে যান সাংবাদিকরা। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না আরাফাতকে। বিভিন্ন চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ দেওয়া হয়। কিন্তু আরাফাতের সন্ধান পাওয়া যায় না। থানা, ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও সত্যতা পাওয়া যাচ্ছিলো না গ্রেপ্তারের। রাত ৯ টায় যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেন, গ্রেপ্তার হননি আরাফাত। জানা গেছে, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য ৪৭ জনের সঙ্গে মোহাম্মদ আলী আরাফাতও আসামি। এ ছাড়াও একইরকম আরও কয়েকটি মামলাতেও অন্যদের সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর