বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন দুই বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান গতকাল বন্যাকবলিত ফেনীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। জেলার ছাগলনাইয়া ও আশপাশের এলাকা পরিদর্শন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ফুলগাজী উপজেলা পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তারা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

আইএসপিআর পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, সেনাপ্রধান ফেনীর ছাগলনাইয়া এবং তৎসংলগ্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ ছাড়া নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ফুলগাজীর বিভিন্ন স্থানে জনসাধারণের খোঁজখবর নেন এবং নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি নৌবাহিনীর বোটযোগে ফেনীর সামগ্রিক বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করেন।

সর্বশেষ খবর