বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ট্রাফিক পুলিশের নাকের হাড় ভেঙে দিলেন চালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর খুলশী এলাকায় সড়কে উল্টো গাড়ি চালিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা হয়েছে। এতে নাকের হাড় ভেঙে মুখম লে আঘাতপ্রাপ্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাডো পাজেরো জিপের চালককে গাড়িসহ আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। ঘটনার পরপরই ওই চালককে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। গতকাল খুলশী ১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই পাজেরো চালকের নাম রফিকুল আলম। তিনি সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেড কোম্পানির যানবাহন শাখায় কর্মরত। আটক গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৮২৪। খুলশী থানার ওসি কবিরুল ইসলাম বলেন, দুপুরে ট্রাফিকের দায়িত্ব পালনের সময় একটি প্রাডো জিপের চালক একজন কনস্টেবলকে মারধর করে রক্তাক্ত করেন। পরে ওই চালককে গাড়িসহ আটক করে থানায় দেয় স্থানীয় ছাত্র-জনতা। অভিযুক্ত চালককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। হামলার শিকার পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি চিকিৎসা নিয়ে মামলা করবেন বলে জেনেছি। তিনি আসার পর মামলা নেওয়া হবে। পুলিশসূত্রে জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে একটি প্রাডো জিপ খুলশী ১ নম্বর সড়কে উল্টো দিক থেকে এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সিগন্যাল দেন। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চালক ওই কনস্টেবলের শার্টের কলার ধরে মুখে ঘুসি মারেন। ফলে ওই পুলিশ সদস্যের নাকের হাড় ভেঙে রক্ত বেরোয় ও তার পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে যায়। সেই সঙ্গে মুখম লও আঘাতপ্রাপ্ত হয়।

পরে উপস্থিত ছাত্র-জনতার সহযোগিতায় চালকসহ গাড়িটি আটক করে খুলশী থানার এসআই রাজীব দেকে বুঝিয়ে দেওয়া হয়। এদিকে হামলাকারী ওই চালককে ঘটনার পরপরই চাকরিচ্যুত করেছে ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেড কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রশাসন শাখার ব্যবস্থাপক মো. মোরশেদ মঈনুদ্দীন এ তথ্য জানান। কোম্পানির নিয়মানুযায়ী ছাড়পত্র প্রাপ্তির ভিত্তিতে হিসাব শাখা থেকে যে কোনো কর্মদিবসে ও কর্মসময়ের মধ্যে ওই চালকের সমুদয় পাওনা বুঝে নেওয়ার জন্য নির্দেশও প্রদান করা হয়।

সর্বশেষ খবর