বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় শক্তি ফাউন্ডেশন

‘ভুয়া ভাউচারে আতিকের তেলেসমাতি’ শীর্ষক প্রতিবেদন গতকাল বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় প্রকাশ করে। এই প্রতিবেদনের একাংশের ব্যাখ্যায় শক্তি ফাউন্ডেশন জানিয়েছে, গত তিন দশকের বেশি সময় ধরে নারীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষা এবং এক দশকের বেশি সময় ধরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শক্তি ফাউন্ডেশন আরও কিছু সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং লোকবল নিয়োগ করে সিটি করপোরেশনসহ সারা দেশে ‘গ্রিন ইনিশিয়েটিভ’ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে করা কাজটিও এর অংশ। প্রতিবেদনে শক্তি ফাউন্ডেশনের বক্তব্য না থাকায় বিভ্রান্তি সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর