শিরোনাম
শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আমরা দ্রুত বন্যার বিপর্যয় কেটে উঠতে পারব : ত্রাণ উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, লক্ষ্মীপুরে সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট। আশা করছি খুব দ্রুত আমরা এ বিপর্যয় কাটিয়ে উঠব। এরপর পুনর্বাসন কর্মসূচি শুরু হবে। সেটাও যেন সুন্দর, সুশৃঙ্খলভাবে হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এসে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ত্রাণ উপদেষ্টা আরও বলেন, কিছু জায়গায় খাল ও নদীতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকায় পানি ধীরে নামছে। এসব প্রতিবন্ধকতায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিষয়টি যারা করেছেন তারা বুঝতে পেরেছেন। আমরা আশা করছি তারা সেটি অপসারণ করবেন। এর আগে সরকারের এ উপদেষ্টা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, ছাত্র, স্কাউট ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন ও বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ খবর