রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪/৫ জন আহত হয়। শুক্রবার দিবাগত রাতে শহরের উত্তর ছায়াবীথির হাক্কানী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান। নিহত ফাহিম আহমেদ আকাশ (২৪) গাজীপুর সদর থানার মুন্সিপাড়া এলাকার মৃত ওয়াসিম শেখের ছেলে ও সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। পুলিশ ও এলাকাবাসী জানান, কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদর থানার সাহাপাড়ার সৌরভ গ্রুপের সঙ্গে বরুদা এলাকার হিমেল/সাগর গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে শহরের উত্তর ছায়াবীথির হাক্কানী এলাকায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষের যুবকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সৌরভ গ্রুপের ফাহিমের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ফাহিমকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, সংঘর্ষে আরও ৪/৫ জন আহত হয়েছেন। উভয় পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গাজীপুর সদর থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সদর জোনের সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর তাদের সঠিক রাজনৈতিক পরিচয় জানা যাবে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর