রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রতিদিন ডেস্ক

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দুই মন্ত্রী ও এমপির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী রেজাউল করিম এবং সাবেক রেলপথ মন্ত্রীসহ ২২২ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে তিনটি মামলা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য। পিরোজপুর : পিরোজপুরে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং টাকা লুটের অভিযোগে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, তার তিন ভাইসহ ৮ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা হয়েছে। সদর উপজেলার সিকদারমল্লিক গ্রামের শরিফুজ্জামান সিকদার নামের এক ব্যবসায়ী শুক্রবার রাতে মামলাটি করেন। মামলায় অভিযুক্ত রেজাউল করিমের অন্য তিন ভাইয়েরা হলেন- নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ওরফে শাহীন, মো. শামীম শেখ ও মো. বাবুল শেখ। পিরোজপুর সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, সাবেক মন্ত্রী ও তার ৩ ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।রাজবাড়ী : সাবেক রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলাটি করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন মিয়া বাবু, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজুসহ ৫২ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। মামলায় ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গতকাল দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী মো. রাজিব মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

সর্বশেষ খবর