জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনি রোডম্যাপ তৈরি করবেন এমন ঘোষণা চাই। তিনি বলেন, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। প্রতিটি হত্যাকান্ডের সুষ্ঠু বিচার করতে হবে। ট্রুথ কমিশন গঠন করে স্বীকৃত দুর্নীতিবাজদের অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। সাধারণ মানুষের ধারণা, নির্বাচিত সরকারের চেয়ে অনির্বাচিত সরকার বেশি সুশাসন দিতে পারে। গতকাল বনানীতে জাপা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জি এম কাদের আরও বলেন, পুলিশের ভয়ভীতি দূর করে তাদের মাধ্যমে মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। সাধারণ মানুষের যদি পেটের ভাত ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হয় তাহলে, তারা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দিতে রাজি আছে।
সরকার যেভাবে চাইবে আমরা সংস্কারের জন্য সহায়তা দিতে প্রস্তুত আছে। তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে না যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো অপশন ছিল না। আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের জন্য। এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, অনেক বেশি মামলা হচ্ছে। এত বেশি মামলা হলে প্রকৃত দোষীরা পার পেয়ে যাবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এই দাবি আমি আগেই করেছি। এ সময় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।