সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সোনার দাম কমল ভরিতে ১৬২১ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিপ্রতি দাম কমেছে ১০৯৭ টাকা থেকে ১৬২১ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে আজ থেকে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু।

বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা। দাম কমেছে ১৬২১ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ১৫৪০ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরিতে ১৩২৯ টাকা কমে দাম হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা।

আর সনাতন পদ্ধতির ভরিতে ১০৯৭ টাকা কমে দাম হয়েছে ৮৫ হাজার ৪৫০ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

সর্বশেষ খবর