শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বন্যার্তদের পুনর্বাসনে এগিয়ে আসুন : মাওলানা ইউসুফ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, বন্যাদুর্গত এলাকার মানুষ খুবই কষ্টে আছে। পানি কিছুটা কমলেও পুনর্বাসন এখন জরুরি হয়ে পড়েছে। সুতরাং বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসনে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, বহু ছাত্র জনতার রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা কোনো গোষ্ঠী ও চক্র যাতে বিনষ্ট করতে না পারে সে জন্য আমাদের সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, বিগত স্বৈরাচারের শাসনামলে আলেম উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে তা অবিলম্বে বাতিল করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনার পতনে যারা আহত ও নিহত হয়েছে তাদের তালিকা করে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের দ্রুত সুচিকিৎসার আহ্বান জানান। মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

সর্বশেষ খবর