বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

অনেক নিয়োগ নিয়ে ইতোমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে : অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

গণ অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রীয় কর্মকাণ্ডগুলো স্বচ্ছতা ও সততার সঙ্গে দ্রুতবেগে বাস্তবায়ন করা না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। অনেক নিয়োগ নিয়ে ইতোমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে বলেও তিনি দাবি করেন। গতকাল রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এ দাবি করে বলেন, ছাত্র-জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ, স্বৈরাচারী, অর্থ পাচার ও লুণ্ঠনকারী এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে। এই অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ

হতে দিতে পারি না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে অলি আহমদ আরও বলেন, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অধিকতর সতর্কতার সঙ্গে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে। উপদেষ্টা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাতে ছাত্র-জনতার রক্ত বৃথা যাবে। এর আগে এলডিপির দুই দফার সংবাদ সম্মেলন ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘আমরা এলডিপির পক্ষ থেকে বৈঠকে মোট ৮৩টি প্রস্তাব উত্থাপন করি, যা আমাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য নয়, বরং দেশের সার্বিক মঙ্গলের জন্য। দুঃখজনক হলেও সত্য, সংস্কার বাস্তবায়নের গতি হতাশাব্যঞ্জক।

সর্বশেষ খবর