বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ব্যক্তি নয় গোষ্ঠীস্বার্থ রক্ষা করতে লাগবে নতুন রাষ্ট্র ব্যবস্থা : ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক

কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার বলেছেন, গণ অভ্যুত্থানের অর্থ হলো পুরনো ব্যবস্থাকে উৎখাত করে নতুন ব্যবস্থার পত্তন। রাষ্ট্র, রাজনীতি, আইন না বোঝার কারণে শত্রুপক্ষ সংবিধান ও আইনের নামে প্রতিবিপ্লব ঘটিয়েছে। বর্তমান সংবিধানে ফ্যাসিস্ট শক্তি নিজেকে হাজির রেখেছে। আয়নাঘর, গুম-খুনে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে। বিপ্লব কোনো ডিনার পার্টি নয়। এখন উল্লাস করার সময় নেই। কোনো ব্যক্তি নয় গোষ্ঠীস্বার্থ রক্ষা করতে হলে নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। নতুন সরকারের প্রধান কাজ হবে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। গতকাল ‘অভ্যুত্থানপরবর্তী কেমন বাংলাদেশ চাই?’ শীর্ষক এক আলোচনা সভায় ফরহাদ মজহার কথাগুলো বলেন। ঢাকা কলেজ মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ।

সর্বশেষ খবর