সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
নরেন্দ্র মোদি

বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঝাড়খন্ডের জন্য বড় হুমকি

প্রতিদিন ডেস্ক

ভারতের ঝাড়খন্ড রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকার বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তা করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ঝাড়খন্ডের জন্য বড় ধরনের হুমকি। কারণ তার রাজ্যের সাঁওতাল পরগনা ও কোলহান অঞ্চলের জনমিতি বদলে দিচ্ছে। গতকাল ঝাড়খন্ডের স্টিল সিটি হিসেবে পরিচিত জমশেদপুর শহরে বিজেপির এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মোদি বলেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা ও কোলহান অঞ্চলের জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে। এসব অঞ্চলের জনমিতি দ্রুত বদলে যাচ্ছে। আদিবাসীদের সংখ্যা কমছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর