বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সৌদি আরবে ফেরত যেতে চান শাস্তি পাওয়া প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব ফেরত যেতে চান ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে শাস্তি পাওয়া প্রবাসীরা। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছিলেন তারা। বিক্ষোভকারীদের মধ্যে ২১৮ জনকে আটক করেছিল সৌদি পুলিশ। পরে সবাইকে সেখানে ৪১ দিন কারাভোগের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এসব প্রবাসীরা পুনর্বাসনসহ ৫ দফা দাবি জানিয়েছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সৌদি আরব ফেরত প্রবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান তারা।

প্রবাসীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সৌদি সরকারের মামলা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সরকারি খরচে সে দেশে পুনরায় পাঠানো অথবা অন্য দেশে পাঠানোর জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ, বেকার হয়ে পড়া প্রবাসীদের এককালীন নগদ সহায়তা, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশেই কর্মসংস্থানের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সৌদি আরবসহ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে প্রবাসীবান্ধব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ।

মানববন্ধনে উপস্থিত প্রবাসীরা বলেন, আমরা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছিলাম। এ কারণে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। এক কাপড়ে আমাদের ফেরত আসতে হয়েছে। আমরা পুনরায় সৌদি আরবে কাজে ফিরে যেতে চাই। সে জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চাচ্ছি।

আনোয়ার হোসেন নামে সৌদিফেরত এক প্রবাসী বলেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আরব আমিরাতের প্রবাসীদের সমস্যা কিছুটা লাঘব হলেও সৌদিফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের উদ্ধার বা তাদের সহযোগিতায় কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। তাই সরকারের কাছে পুনর্বাসনসহ ৫ দফা দাবি জানাচ্ছি।

 

সর্বশেষ খবর