বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতিবাজ ও তাদের সহযোগীদের গ্রেপ্তার ও বিচার দাবি ইয়ূথ ফোরামের

নিজস্ব প্রতিবেদক

ইয়ুথ ফোরাম আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগীরা, দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো বহাল রয়েছেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে শেখ হাসিনাসহ তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছেন। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক-সজাগ থাকতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিনসহ বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান, সংগঠনের সহসভাপতি তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক, বিপ্লব হোসেন, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম শুভ, সৈকতসহ অন্য নেতারা। বক্তারা বলেন, ছাত্র-জনতাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে তার সরকারের সহযোগীদেরও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এটাই দেশবাসীর চাওয়া।

সর্বশেষ খবর