বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ৯ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘শেয়ারবাজার হরিলুটের মাস্টারমাইন্ড মিজান’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ করেছেন। প্রতিবেদনটিকে ‘মনগড়া, কাল্পনিক’ বলে অভিহিত করেছেন তিনি।তিনি বলেন, আমি কখনো আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। পরোক্ষভাবেও আওয়ামী লীগের কোনো সুযোগ-সুবিধা আমি কখনো গ্রহণ করিনি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘আবুল খায়ের হিরোর সঙ্গে মিলে অধ্যাপক মিজান শেয়ারবাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়েছেন। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামেরও অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। শেয়ার ব্যবসায় নেমে এক বছরের মধ্যেই ঢাকায় প্রায় ৩ কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন।’ তিনি বলেন, শেয়ারবাজার থেকে আমার দ্বারা কীভাবে কোটি কোটি টাকা লোপাট হয়েছে রিপোর্টে তার পক্ষে তথ্য উপস্থাপন করা হয়নি। আমি বিভাগের চেয়ারম্যান থাকাকালে অনুষদের ডিন শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে বিভাগের প্রয়োজনে স্বাভাবিক সম্পর্ক ছিল। এর বাইরে কোনো সম্পর্কের প্রমাণ কেউ দিতে পারবে না। আমি ৯০-এর দশক থেকে শেয়ারবাজারে সম্পৃক্ত। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই ‘৩ কোটি টাকার ফ্ল্যাট’ কেনার অলীক তথ্য মানহানিকর।

সর্বশেষ খবর