শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে ‘আড়ালেই আড়িপাতার খলনায়করা, কমিশন বাণিজ্যে হাজার কোটি টাকার লোপাট তারিক সিদ্দিকের’ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে টাইগার আইটি। এতে বলা হয়, তারা এনটিএমসিকে কখনোই সার্ভিলেন্স ইকুইপমেন্ট সরবরাহ করেনি। তবে টাইগার আইটি সফটওয়্যার সংক্রান্ত ও ডেটাবেজ সলিউশন দিয়েছে এনটিএমসিকে। দেশের টেলিকম অপারেটরগুলোর ওপর টাইগার আইটি কখনো কোনো ফায়ারওয়াল ইনস্টল করেনি। টাইগার আইটি আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত ছিল না। তবে তাদের ওপর টেন্ডারে অংশ নেওয়ার ক্ষেত্রে অনুমাননির্ভর এক ধরনের নিষেধাজ্ঞা, যা ছিল বিশ্বব্যাংকের একটি প্রশাসনিক সিদ্ধান্ত। বিশ্বব্যাংক তাদের প্রাথমিক অনুসন্ধানে কোনো অনিয়মের প্রমাণ পায়নি। টাইগার আইটির কর্ণধার কখনোই সরকারের অগ্রাধিকার পেয়ে কোনো প্রকল্পের কাজ পায়নি। এমনকি বিনা প্রতিযোগিতার কোনো টেন্ডার পায়নি। মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকের কোনো রাজনৈতিক প্রভাব ব্যবসায়িক কোনো কাজে লাগায়নি টাইগার আইটি।

সর্বশেষ খবর