বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আন্দোলন দমনে পুলিশের পোশাকে হিন্দিভাষী ছিল

চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে হিন্দিভাষী কিছু লোক ছিল বলে আহতদের অনেকে অভিযোগ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তের ভিতরে প্রবেশ করে অন্যকোনো দেশের নাগরিকরা যদি মানবতাবিরোধী অপরাধ করেন-তাদের বিচারের ক্ষমতাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে।

গতকাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে চিকিৎসাধীন আহতদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তাজুল ইসলাম। এর আগে আন্দোলনে পুলিশের বর্বরতার কথা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার কাছে তুলে ধরেন পুলিশের গুলিতে আহতরা।

সর্বশেষ খবর