বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

রাবিতে নবীন ছাত্রকে র‌্যাগিংয়ের অভিযোগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রকে মেসের ভিতর র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ মুহূর্তে বেশি কিছু বলতে পারছি না। সার্বিক বিষয়ে অনুসন্ধান চলছে।’ এ ঘটনায় ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র রকি। অভিযুক্তরা হলেন- মার্কেটিং বিভাগের (সেশন ২০২২-২৩) নাজমুল হোসেন নাবিল এবং একই বিভাগের (সেশন ২০১৯-২০) অন্তর বিশ্বাস। এর আগে ১৭ সেপ্টেম্বর র‌্যাগিংকে ‘সামাজিক অপরাধ’ উল্লেখ ক্যাম্পাসে সতর্কতা জারি করে প্রক্টর দপ্তর। সবাইকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ খবর