রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাজেক ভ্রমণ ফের নিরুৎসাহিত করলেন জেলা প্রশাসক

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় সাজেকে পর্যটক ভ্রমণে ফের নিরুৎসাহিত করলেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য আবারও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়ে আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও আরও তিন দিনের জন্য সাজেক ভ্রমণ করা থেকে পর্যটকদের নিরুৎসাহিত করতে হবে। সম্প্রতি পাহাড়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার রেশ এখনো কাটেনি। তাই নতুন করে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। গত শুক্রবার রাত ৯টায় রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এ সংক্রান্ত এক বিশেষ প্রজ্ঞাপনে বলেন, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণ করা যাবে না।

জেলা প্রশাসক আরও বলেন, স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ পরিস্থিতি একেবারে শান্ত হলে সাজেক ভ্রমণে পর্যটকদের বাধা থাকবে না।

সর্বশেষ খবর